সি আর বি (চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন নিয়ম ও ফি চালুর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারা দাবি করেছে, “সি আর বি তে নির্ধারিত ফি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য অযৌক্তিক এবং গণমুখী কার্যক্রমের পথে বাধা।”
সম্প্রতি কর্তৃপক্ষ নতুন নিয়ম অনুযায়ী জানিয়েছে— সি আর বি শিরীষ তলায় অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতি ঘণ্টায় ১,৭৫০ টাকা ভাড়া এবং তার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এছাড়া প্রাঙ্গণটি কমপক্ষে ৬ ঘণ্টার জন্য নিতে হবে, ফলে মোট ভাড়া দাঁড়াচ্ছে ১০,৫০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ প্রায় ১২,০০০ টাকার বেশি। এ ছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ৫০০ টাকা জমা দিয়ে পারমিশন ফি হিসেবে একটি ফরম ও ড্রাফট কপি জমা দিতে হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে সোশ্যাল অর্গানাইজেশনস ফোরাম (SOF) এবং চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ‘সি আর বি তে নির্ধারিত ফি’ নীতিমালার বিরোধিতা জানিয়ে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে তারা উল্লেখ করে— “সি আর বি চট্টগ্রামবাসীর সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। সরকারি দপ্তরগুলোর সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির জন্য এই স্থানটি দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল। কিন্তু নতুন নীতিমালা প্রবর্তনের ফলে নাগরিক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে।”
ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়, যদি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে চট্টগ্রামের সব সামাজিক সংগঠনকে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ‘সি আর বি’ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের সাংস্কৃতিক ও নাগরিক চেতনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সামাজিক সংগঠনগুলো এখানে বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন নিয়ম চালু হওয়ায় সংগঠনগুলো আশঙ্কা করছে— এতে সমাজসেবামূলক উদ্যোগগুলো ব্যাহত হবে এবং তরুণদের অংশগ্রহণ কমে যাবে।