ঢাকা | বঙ্গাব্দ

সাভারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
সাভারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
সাভার প্রতিনিধি: মোঃ হিরন চৌধুরী

সাভারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও স্থানীয় গণমানুষের নেতা দেওয়ান সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সাভারের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা নয়ন মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক