চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুল মোড় গার্লস স্কুলসংলগ্ন রোডে আজ বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি ট্রাকের পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অপরজনকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় নিশ্চিত হয়েছে।
১) মোঃ আব্দুল্লাহ রুশো (৩২), পিতা মৃত আপেল মাহমুদ, গ্রাম ও পোস্ট—বড়গাছীহাট, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
২) মোঃ আশিক হোসেন, পিতা মৃত শাজাহান খান, ঠিকানা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুই যুবকের আকস্মিক মৃত্যুতে।
শামীম রেজা