ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
পঞ্চগড়ে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
আগামী ২৩ জানুয়ারি শুক্রবার ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান-এর পঞ্চগড় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, নায়েবে আমীর মফিজ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসনিয়া এবং পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী সফিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন বলেন, “১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ে নির্বাচনী সফরে আসছেন। তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।”

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের এ সফর নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।
বিস্তারিত ভিডিও চিত্রে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা