ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা সাভারের বেদে পল্লীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, ৫ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
ঢাকা সাভারের বেদে পল্লীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, ৫ জন আটক ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
হিরন চৌধুরী, সাভার সংবাদদাতা

ঢাকা সাভারের বেদে পল্লীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, ৫ জন আটক

ঢাকা সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। সাভার পৌর এলাকার বেদে পল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীসহ দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর কর্মকর্তারা।

যৌথ বাহিনী জানায়, বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় জনগণ সাভারসহ সারাদেশে এ ধরনের মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন, স্বামী র‍্যাবের হাতে

ভৈরবে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন, স্বামী র‍্যাবের হাতে