ঢাকা | বঙ্গাব্দ

চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের ২৩তম সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের ২৩তম সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি

‘সঞ্চয় বিনিয়োগ উন্নতি—ক্রেডিট ইউনিয়ন এর মূলনীতি’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আহমেদ জামান বলেন, "ক্রেডিট ইউনিয়নভিত্তিক সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়নের জন্য সঞ্চয় সংস্কৃতি গড়ে তোলা এবং উৎপাদনমুখী বিনিয়োগে সদস্যদের উৎসাহিত করতে হবে।"

তিনি আরও বলেন, উত্তরা ফাউন্ডেশন শুরু থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তোলার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে একটি বিশেষ আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা। বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট সমাজসেবীকে সম্মাননা জানানো হয়। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় গত বছরের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন এবং আগামী বছরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উত্তরা ফাউন্ডেশনের চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির কার্যপরিধি আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী

বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী