গোপালগঞ্জের মুকসুদপুরে মানব পাচারকারী ও একাধিক মামলার আসামি লিমাচ শেখ (৪৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) মধ্য রাতে উপজেলার গোহালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমাচ শেখ উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/৯/১০ ধারায় দায়ের হওয়া মামলায় মানব পাচারকারী লিমাচকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে মুকসুদপুর উপজেলার গোহালা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লিমাচ শেখকে আটক করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, মানব পাচার একটি জঘন্য অপরাধ। মামলা হওয়ার পরে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তদন্তে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
লুৎফর শিকদার