ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ভোলাহাটে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শামীম রেজা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৫টায় জামবাড়ীয়া দাখিল মাদ্রাসা মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামবাড়ীয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনোয়ার, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামবাড়ীয়া ইউনিয়ন শাখার আমীর মাহবুব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে অনুষ্ঠিত দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী নেত্রী। তিনি কখনো অন্যায় ও অপকর্মকে প্রশ্রয় দেননি। জীবনের দীর্ঘ সময় তাকে নানা কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তার পরিবার রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হন। এ সময় বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর কথাও স্মরণ করা হয়। একই সঙ্গে তারেক রহমানের ওপর রিমান্ডে অমানুষিক নির্যাতনের কথাও তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে কোনো আলেম-উলামার ওপর নির্যাতন হয়নি এবং তাফসির মাহফিল বা ধর্মীয় কার্যক্রমে কোনো বাধা দেওয়া হয়নি। বরং আলেম-উলামাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তিনি দেশ পরিচালনা করেছেন বলে মন্তব্য করেন বক্তারা।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত