ঢাকা | বঙ্গাব্দ

৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিয়মিত জব্দ তালিকা মূলে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১️মোঃ খাইরুল মিয়া প্রকাশ কালু (৩২), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা-পারুল বেগম, সাং-শিবপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২️মোঃ শাহিন মিয়া (২২), পিতা-আহাদ মিয়া, মাতা-মর্জিনা আক্তার, সাং-সেমন্তঘর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর