হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে Border Guard Bangladesh (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক সফল অভিযান পরিচালনা করেছে।
এসব অভিযানে ভারতীয় ঔষধ, কসমেটিকস, গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্রসহ সর্বমোট ১ কোটি ১৫ লক্ষ ২৭ হাজার ৩৫০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।
৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিচালিত অভিযানে সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কসমেটিকস—ক্লোপজি ক্রিম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রিম—এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি চৌদ্দ লক্ষ টাকার বেশি।
অন্যদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক চারটায় একটি বিশেষ টহলদল ফরেস্ট এলাকা নামক স্থানে গোপন টহল পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা একটি ভারতীয় গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবির ধাওয়ায় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মালিকানাবিহীন অবস্থায় ১টি ভারতীয় গরু, ১টি ওয়াকিটকি সেট ও ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
জব্দকৃত সকল মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্র শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।
মোঃ ইলিয়াস আলী মাসুক