কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা'র কটিয়াদী উপজেলায় আগমন উপলক্ষে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ইসরাইল মিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ ওসমান গনি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুইয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রন, শিক্ষা ও স্বাস্হ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়সহ সার্বিক পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আজিজুল হক।
এ. এস. এম হামিদ হাসান