ভৈরবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোঃ ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৬ হাজার ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। টিকা সম্পূর্ণ নিরাপদ, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ভয় পাওয়ারও কোনো কারণ নেই।
ভৈরবের ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১০ কার্যদিবস এ ক্যাম্পেইন চলবে। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে আরও ৮ দিন ধরে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
দৈনিক চ্যানেল দিগন্ত