ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেছে প্রায় ১ হাজার মুরগি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
দিনাজপুরে পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেছে প্রায় ১ হাজার মুরগি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াডাঙ্গা গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডে খামারের ভেতরে থাকা প্রায় ১ হাজার পিস মুরগি পুড়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় খামারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন খামারের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে খামারের অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে খামারের একটি বড় অংশ পুড়ে যায়।

এ ঘটনায় খামার মালিকের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : আব্দুল আলীম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ