ঢাকা | বঙ্গাব্দ

অসহায় মৃত নুরু মিয়ার স্ত্রীর জন্য ঘর নির্মাণ করে দিল ‘আলোর দিশারী যুব সংগঠন’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
অসহায় মৃত নুরু মিয়ার স্ত্রীর জন্য ঘর নির্মাণ করে দিল ‘আলোর দিশারী যুব সংগঠন’ ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের এক অসহায় বিধবা মহিলার জন্য ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী যুব সংগঠন’।

জানা গেছে, মৃত নুরু মিয়া পেশায় ছিলেন দিনমজুর। প্রায় এক বছর আগে তিনি মারা গেলে তার স্ত্রী মানবেতর জীবনযাপন করতে থাকেন। স্বামীর মৃত্যুর পর ছেলের ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো তাকে। নিজের নামে কোনো ঘর ছিল না। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ‘আলোর দিশারী যুব সংগঠন’। পরে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে এবং স্থানীয়দের আর্থিক সহযোগিতায় মহিলার জন্য একটি ঘর নির্মাণ করেন।

নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা ওই বিধবা মহিলা বলেন,
“এতদিন ছেলের ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো, এখন নিজের ঘরে থাকতে পারবো— এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”
তিনি সংগঠনের সকল সদস্য ও সহযোগীদের জন্য দোয়া করেন এবং আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতেও এমন মানবিক কাজ চালিয়ে যাবে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মাওলানা মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম, সমাজকল্যাণ সম্পাদক মো. ওয়াহিদ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার হোসাইন, আব্দুল কদ্দূস, মজিবুর রহমান, আব্দুল মোতালিবসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি জানান, এটি তাদের ‘গৃহ নির্মাণ প্রকল্প–১’। অসহায় এক মহিলার জন্য ঘর নির্মাণ করতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, “সংগঠনটি সম্পূর্ণভাবে সদস্যদের নিজস্ব টাকায় পরিচালিত হয়, তাই বড় পরিসরে সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়ে। সমাজের বিত্তবানরা যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”

তিনি সমাজের সচ্ছল মানুষদের ‘আলোর দিশারী যুব সংগঠন’-এর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

২০২৩ সালে কয়েকজন বন্ধু, সহপাঠী ও বড় ভাইকে নিয়ে গঠিত হয় ‘আলোর দিশারী যুব সংগঠন’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। এর আগে তারা গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে, রমজানে ইফতার সামগ্রী ও ঈদে অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

পরিশেষে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : রোমান মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা

ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা