ঢাকা | বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় শুভপুরে আশ্রায়ন সড়কটির কাজ দীর্ঘদিন ঝুলে আছে! চরম দূর্ভোগে দুইশতাধীক পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছাগলনাইয়ায় শুভপুরে আশ্রায়ন সড়কটির কাজ দীর্ঘদিন ঝুলে আছে! চরম দূর্ভোগে দুইশতাধীক পরিবার ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
নোয়াখালী ফেনী ও  লক্ষিপুর জেলার অগ্রাধীকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IRIDFPNFL) আওতায়  ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ছালনাইয়া-ফেনীর বাস্তবায়নে এক কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা ব্যায়ে ৮শ মিটার দৈর্ঘ ও১০ ফিট প্রস্থ বিশিষ্ট ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৯ নং শুভপুর ইউনিয়নে পূর্ব জয়চাঁদপুর গ্রামে আশ্রায়ন সড়কটির নির্মাণ কাজ পায়  মেসার্স এম এম ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।২০২৪-২৫ অর্থ বছরে ২০২৫ সালের মার্চ মাসে শুরু হয়ে২০২৬ সালের এপ্রিলের মধ্যে কাজ বুঝিয়ে দেয়ার কথা রয়েছে।

তবে যথাসময়ে কাজ শুরু হয়ে ২০% কাজ হয়। প্রথম অবস্থায় কাজ অগ্রসর হলেও প্রায় ৪-৫ মাস কাজ বন্ধ রয়েছে। সংস্কার কাজের জন্য সড়কটির মাটি কেটে নিচু করে ফেলার কারনে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়।ফলে স্থানীয়দের চরম কষ্টে চলাফেরা করতে হয়।গেল বছরের ০৫ আগষ্টে সরকার পরিবর্তনের পর থেকে ঠিকাদার  কাজটি করার জন্য আসছেনা।

স্থানীয়রা জানায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। আবার অতিবৃষ্টি হলে বন্যার সৃষ্টি হলে সড়কটি দিয়ে চলাচল একদম বন্ধ হয়ে যায়।তখন বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করতে হয়।তারা আরো জানায় কোন মানুষ মারা গেলে তাকে কবরস্থ করতেও হিমসিম খেতে হয়।এদিকে গর্ভবতি বা মুমুর্ষ রুগীদের হাসপাতালে নিতেও চরম দূর্ভোগে পড়তে হয়।

উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম জানান বিষয়টি আমাদের নজরে এসেছে এবং ঠিকাদারের সাথে কথা হয়েছে বৃষ্টির কারনে কাজ বন্ধ রয়েছে।যেহেতু বর্ষা মৌসুম চলে গেছে অতি শীঘ্রই সড়কের কাজ পুনরায় শুরু হবে এবং ধ্রুত সময়ের মাঝে  সম্পন্ন করা হবে।

ভূমিহীন অতি দরিদ্র মানুষগুলোর মাথা গোঁজার জন্য সরকারীভাবে  তৈরী করে দেয়া আশ্রায়নে বসবাস করা ৪৫ পরিবারসহ প্রায় দুই শতাধীক পরিবারের জন্য একমাত্র সড়কটি যেন অতি ধ্রুত কাজ সম্পন্ন করে যাতায়াতের সুযোগ করে দেয়া হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি পোস্ট করেছেন : এম. নিজাম উদ্দীন মজুমদার সজীব

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন