প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ইলিয়াস আলী মাসুক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস, জিরা এবং মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযান:
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং মশার কয়েল জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান:
একই দিনে ভোর ৪টার দিকে পৃথক আরেকটি অভিযানে একই এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। সীমান্তে চোরাচালানি চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত