প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
নওগাঁ জেলা সমবায় দলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
মোঃ রনি ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
গতকাল ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নওগাঁ জেলার জাতীয়তাবাদী সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এতে এ বি এম মুজাহারুল হক কমলকে সভাপতি, মোঃ আব্দুল মতিনকে সিনিয়র সহ-সভাপতি এবং এ এইচ এম সারোয়ার জাহান সাগরকে সাধারণ সম্পাদক করে মোট ১০১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় জাতীয়তাবাদী সমবায় দলের নওগাঁ জেলা শাখার সভাপতি এ বি এম মুজাহারুল হক কমল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ঐক্য ও শান্তির দল। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার যেসব আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, তাদের বিজয় নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি সমবায় দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. একরামুল বারী টিপু।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত