প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
ময়মনসিংহ-১: বিদ্রোহী প্রার্থী রুবেলের অনড় অবস্থান, উত্তপ্ত নির্বাচনী মাঠ
আরিফ আহম্মেদ, হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের শক্ত অবস্থানে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামায় আসনটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ধোবাউড়া ও হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়নে সালমান ওমর রুবেলের নির্বাচনী সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দলীয় পদ হারিয়েও স্থানীয় বিএনপির একটি বড় অংশ এবং সাধারণ ভোটারদের মাঝে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা মাঠের চিত্রকে চ্যালেঞ্জিং করে তুলেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে।
নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই এই আসনে ছড়াচ্ছে উত্তাপ। গত সপ্তাহে রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সমর্থক নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি রাজনৈতিক উত্তেজনায় ঘি ঢেলেছে। এই হত্যাকাণ্ডের জন্য এমরান সালেহ প্রিন্সের সমর্থকদের দায়ী করা হচ্ছে। যদিও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ বিভেদ এখন প্রকাশ্য রূপ নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রায় ৩.৭ লাখ ভোটারের এই আসনে সালমান ওমর রুবেল যদি শক্ত অবস্থান ধরে রাখতে পারেন, তবে বিএনপির মূল ভোট ব্যাংকে বড় ধরনের ভাঙন ধরতে পারে। এর ফলে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে এই আসনে বিদ্রোহী প্রার্থীদের দাপট দলীয় প্রার্থীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সালমান ওমর রুবেলের সমর্থকরা দাবি করছেন, বহিষ্কারাদেশ বা ভয়ভীতি দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তাঁরা জনপ্রিয়তার প্রমাণ দেবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত