প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
সাভারে পথচারী ওভারব্রিজ এখন মোটরসাইকেলের দখলে: ভোগান্তিতে সাধারণ মানুষ ও প্রতিবন্ধীরা
মোঃ হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি
সাভারের থানা রোড ও রেডিও কলোনি এলাকায় পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত ওভারব্রিজগুলো এখন মোটরসাইকেল চালকদের দখলে চলে গেছে। হুইলচেয়ার ও পথচারীদের সুবিধার্থে নির্মিত এই স্থাপনা দিয়ে অবাধে মোটরসাইকেল পারাপার করায় চরম নিরাপত্তা ঝুঁকি ও ভোগান্তি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ওভারব্রিজের র্যাম্প (ঢালু পথ) যা মূলত শারীরিক প্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছিল, সেটি ব্যবহার করে একদল দায়িত্বজ্ঞানহীন চালক প্রতিনিয়ত মোটরসাইকেল চালিয়ে ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন। এর ফলে সাধারণ পথচারী, বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং হুইলচেয়ার ব্যবহারকারীরা মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক। এই ওভারব্রিজটি পথচারীদের জন্য, কিন্তু মোটরসাইকেলের দাপটে এখন এখানে চলাফেরাই দায় হয়ে পড়েছে। মাঝেমধ্যেই মোটরসাইকেলের ধাক্কায় পথচারীরা আহত হচ্ছেন।"
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হওয়ায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সাভার উপজেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভাকে বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নজরদারি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
সাভারের সচেতন মহল মনে করেন, কেবল প্রশাসনের কড়াকড়ি নয়, চালকদের মাঝেও নাগরিক সচেতনতা তৈরি হওয়া জরুরি। অন্যথায় এই জনবান্ধব স্থাপনাটি সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়েই থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত