আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঢাংগী পুকুরি হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বিগত দিনের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে এবং মহান আল্লাহ তায়ালা আমাদের সুযোগ দিলে পঞ্চগড়ে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি কারিগরি ও গুণগত শিক্ষার মানোন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।”
জনগণের সরাসরি মতামত ও এলাকার সমস্যার কথা শোনার মাধ্যমে এই পথসভাটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, পরিবর্তন, ন্যায়বিচার ও উন্নয়নের প্রত্যয়ে ধানের শীষের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। তিনি ভোটারদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোজাহার আলী রাজু, হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাম্মদ আলী সবুজসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে জয়যুক্ত করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।