প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে: ভিপি নুর
মো. জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি অপশক্তি পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। তিনি দাবি করেছেন, এই উদ্দেশ্য বাস্তবায়নে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) এক বিবৃতিতে ভিপি নুর বলেন, “জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা-সমাবেশে নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটের মাঠে বিভিন্ন আসনের প্রার্থীদের ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় তাঁর সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।
নুরুল হক নুর জানান, গত রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি যাওয়ার পথে তাঁর এক নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ছাড়া আজ সন্ধ্যার পর চিকনিকান্দি থেকে ফেরার সময় ডাকুয়া স্লুইস বাজারের কাছে একদল লোক তাঁর বহরের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা ওই স্বতন্ত্র প্রার্থীর পরিচয় দিয়ে স্লোগান দেয় বলে তিনি দাবি করেন। তবে কৌশলে পরিস্থিতি এড়িয়ে তিনি ও তাঁর সঙ্গীরা নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।
গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে একটি ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্রই সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পথে বাধা হতে পারবে না। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কড়া নজরদারি রাখার অনুরোধ জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত