প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
হালুয়াঘাটে চেকপোস্টে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে

আরিফ আহম্মেদ, ময়মনসিংহ (হালুয়াঘাট) সংবাদদাতা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাতের তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। ঘটনার পর অভিযুক্ত যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌর এলাকার পাগলপাড়া বাজার সংলগ্ন চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানা-এর কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে গেলে আরোহী যুবক লিয়ন (২৮) হঠাৎ ধারালো অস্ত্র বের করে তার ওপর হামলা চালায়।
এতে কনস্টেবল ইজাউল হক ভূঁইয়ার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়। সহকর্মীরা তাকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, অভিযুক্ত লিয়ন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ছেলে। হামলার পর সে মোটরসাইকেলসহ দ্রুত পালিয়ে যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার পর দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত