প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
মাগুরা-১ আসনের প্রার্থী ডা মিজানুর রহমানের বাড়িতে ককটেল হামলা

বি.এম.সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে উত্তেজনা ছড়িয়েছে। গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মিজানুর রহমানের বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাতে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে অবস্থিত ডা. মিজানুর রহমানের বাড়িতে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির বারান্দায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং একই সঙ্গে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় ডা. মিজানুর রহমান বাড়িতে উপস্থিত না থাকলেও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হাজিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। এ সময় পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পরে মঙ্গলবার দুপুরে ডা. মিজানুর রহমান মাগুরা সদর থানায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, তাকে ভয়ভীতি প্রদর্শন, পরিবারকে আতঙ্কিত করা এবং তার নির্বাচন কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই নাশকতামূলক হামলা চালানো হয়েছে।
ডা. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন টকশো ও রাজনৈতিক আলোচনায় গণতন্ত্র, আইনের শাসন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরব অবস্থান নিয়ে কথা বলে আসছেন। তার মতে, এসব অবস্থানের কারণেই একটি স্বার্থান্বেষী মহল তাকে লক্ষ্যবস্তু বানাতে পারে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দিগন্ত নিউজ কে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত