প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
দশমিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নম্বর ওয়ার্ড সেন্টার কমিটি গঠন

দশমিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নম্বর ওয়ার্ড সেন্টার কমিটি গঠন
দশমিনা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা ইউনিয়নের আওতাধীন ৯ নম্বর ওয়ার্ড সেন্টার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ক্বারী আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা ইউনিয়নের সভাপতি মোঃ খলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক গণমুখী সংগঠন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ওয়ার্ড সেন্টার কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটির মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৯ নম্বর ওয়ার্ড সেন্টার কমিটি ঘোষণা করা হয় এবং নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত