
কচুয়া প্রতিনিধি :
মো. আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত হাতিরবন্দ তাহফিজুল কোরআন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অংশ হিসেবে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত এক বছর ধরে যারা ধারাবাহিকভাবে কোরআন হিফজ সম্পন্ন করেছে, যাচাই-বাছাই শেষে এমন হাফেজ ছাত্রদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেহাল আহমেদ আতেকি, পীর সাহেব, জৈনপুর দরবার শরীফ। তিনি নিজ হাতে হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসির মোল্লা নাজিমুদ্দিন। তিনি তার বক্তব্যে এতিমদের প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ১ নম্বর সাচার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, মসজিদ কমিটির সভাপতি ডা. শাহীন, সাবেক সভাপতি শফিউল্লাহ নসুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।