
পঞ্চগড়ে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পঞ্চগড় শহরের গোলচত্বরে জড়ো হয়ে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তারা হাদী হত্যার বিচার দাবি করে এবং JusticeForHadi স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভকারীরা জানান, হাদী হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষ করার মুহূর্তে সেনাবাহিনী ক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ করে। এতে পঞ্চগড়ের প্রধান বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বীসহ আরও কয়েকজন আহত হন।
লাঠিচার্জের ফলে বিক্ষোভকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়লেও পরবর্তীতে আবারও সংগঠিত হয়ে আন্দোলন চালিয়ে যান ছাত্র-জনতা। আন্দোলনকারীরা জানান, সারাদেশে হাদী হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মসূচি সাময়িকভাবে শেষ করা হয়। তবে রাত ৯টা দিকে পুনরায় হাদী হত্যার বিচারের দাবিতে পঞ্চগড় উত্তাল হয়ে ওঠে। সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আবারও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।