
হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় ট্রাকভর্তি পুরাতন কাগজের কার্টুনের নিচে লুকিয়ে পরিবহনকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করে, যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। বিকাল আনুমানিক ৫টার দিকে একটি পুরাতন কাগজের কার্টুন ভর্তি ট্রাক আসলে সেটিকে সংকেত দিয়ে থামানো হয়।
ট্রাকটি তল্লাশি করে কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা উদ্ধার করা হয়। মালামালের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।