
হবিগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ সফলতা অর্জন করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট–সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি বালুভর্তি ট্রাক সন্দেহজনকভাবে ওই সড়ক দিয়ে অতিক্রম করলে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বালুর নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী এলাকার জনগণকে বিজিবির সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।