
আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পশ্চিমে ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়।
এ সময় ট্রাকসহ গ্রেফতার করা হয় মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩)। তার পিতার নাম মোঃ আলম মিয়া, মাতার নাম রিনা বেগম। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কামদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—
এ ঘটনায় বেলাব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–২৬, তারিখ: ৩১/১২/২০২৫ ইং)।
বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানান, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং কেউ অপরাধ করে পার পাবে না—ইনশাআল্লাহ।