প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
সিরাজগঞ্জ–৫ আসনে হাতপাখা প্রতীকে মুফতী হাজী নুরুন নাবীর মনোনয়ন দাখিল

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী নুরুন নাবী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২ টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ধর্মপ্রাণ সমর্থক, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতী হাজী নুরুন নাবী বলেন,
“আমি আল্লাহর ওপর ভরসা করে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের নৈতিকতা, ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ–৫ আসনের মানুষের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা—যেমন নদীভাঙন, কর্মসংস্থান, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তিনি কাজ করতে চান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সমর্থকরা হাতপাখা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ–৫ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত