প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
মরহুম সোলেমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

সাভারে মরহুম সোলেমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মোঃ আবদুর রহমান, সদ্য সাবেক কাউন্সিলর, সাভার পৌরসভা, সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বিএনপি এবং সাধারণ সম্পাদক জিয়া পরিষদ ঢাকা জেলা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় হয়। তিনি ক্রীড়া ও সংস্কৃতির সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধন শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত