প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জন আটক

সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে কোনো বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির টহল দল তাদের আটক করে।
৫৯ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত