প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
ভোলাহাট জামবাড়ীয়া ইউনিয়নে মহান বিজয় দিবস পালন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান জনাব আফাজ উদ্দিন পানু মিয়া ও সাদিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আমাদের জাতীয় অহংকার। এই বিজয়ের চেতনাকে রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
দোয়া মুনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত