প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

গোপালগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।
গতকাল সোমবার দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি বলেন, জনগনের আশা পুরনের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরী। আমি নির্বাচিত হয়ে সাধারন মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। গরীব,দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই।গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।
পরে তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক যুগ্ম সচিব মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান ও জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত