প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
নরসিংদীতে মাদকের ব্যাবহার রোধে মোবাইল কোর্টের অভিযান

নরসিংদীর পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযানে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সারোয়ার আলম নরসিংদী জেলার মাদকের ব্যবহার, সেবন ও বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার পলাশ উপজেলাধীন চরণগরদী সিআরসি মাঠ সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযানে সেবন ও বিক্রয়কারী ০২ জন অভিযুক্ত, আলমগীর, পিতা: ফজলুল হক, সাং: পলাশেরচর, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী।
হৃদয় মিয়া, পিতা: বজলু মিয়া, সাং: চরণগরদী, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী’কে দোষী সাব্যস্থ করিয়া প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। মোবাইল কোর্টে জেলা পুলিশের সদস্য, জেলা কমান্ট্যান্ট এর চৌকস ব্যাটালিয়ান সদস্যগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মোফাজ্জল হোসেন এবং উপপরিদর্শক, মো: ছানাউল্লাহ মিয়া সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মাদকের ব্যবহার, বিক্রয় ও সেবন বন্ধে জেলা প্রশাসন, কর্তৃক মাদকের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত