
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং হাইব্রিড বীজ বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।”উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কেরামত আলী, গণমাধ্যম কর্মী ও উপকারভোগী কৃষকরা।