প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
কানসাট–ভোলাহাট সড়কে চলাচলে চরম ভোগান্তি: বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা

কানসাট থেকে ভোলাহাটগামী প্রধান সড়কে গোলাপবাজার ও কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে একটি বড় গর্ত সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়কটি প্রতিদিনই অত্যন্ত ব্যস্ত থাকে এবং নিয়মিত চলাচল করে কমপক্ষে ১০টি দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও ভারী যানবাহন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি ভেঙে গিয়ে গভীর গর্ত হয়েছে। ফলে প্রতিনিয়ত যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারীরা।
এ বিষয়ে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “সড়কের এই ভয়াবহ অবস্থার কারণে যাত্রী, ছাত্রছাত্রী ও চালকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা অনিবার্য।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে গর্তটি মেরামত করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে স্থানীয় জনগণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত