প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে নিজ গ্রামে আউয়াল মৃধা দশমিনায় আনন্দের ঢল
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এক বিরল দৃশ্যের জন্ম দিলেন প্রবাসী আউয়াল মৃধা। মায়ের বহু দিনের ইচ্ছে পূরণ করতে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে হেলিকপ্টারে নিজ গ্রামের মাটিতে অবতরণ করেন। আর সেই দৃশ্য দেখতে মাঠজুড়ে হাজারো মানুষের ঢল নামে।
আউয়াল মৃধা রামবল্লভ গ্রামের মৃত আব্দুল আজীজ মৃধার ছেলে। দীর্ঘ ২২ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন তিনি। মা বহুদিন ধরে স্বপ্ন দেখতেন—ছেলে একদিন আকাশপথে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরবে, আর সাত গ্রামের মানুষ ছেলেকে দেখবে। সন্তানের হৃদয়ে সেই মায়ের ইচ্ছা ছিল খুবই মূল্যবান।
সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে আউয়াল মৃধা এবার দেশে ফিরে করলেন ঠিক সেই কাজই। হেলিকপ্টার অবতরণের মুহূর্তটি ছিল উৎসবমুখর। গ্রামের বৃদ্ধ-শিশু, নারী-পুরুষ সবাই ছুটে আসে মাঠে। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে—গ্রামের স্মৃতিতে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে রইল।
নিজ গ্রামের মানুষের ভালোবাসায় আপ্লুত আউয়াল মৃধা বলেন,
আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। নিজের মানুষ, আত্মীয়-স্বজন আর গ্রামের সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা কোনোভাবেই ভোলার নয়।
আউয়াল মৃধার বড় ভাই ওহাব মৃধা জানান, ভাই মালয়েশিয়া ২২ বছর ধরে আছেন। আমাদের মায়ের ইচ্ছে পূরণ করতে এত আয়োজন। আর বাড়িতে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত মাহফিলে আমির হামজা হুজুর আসবে সেই মাহফিলে যোগদান করার জন্য মায়ের স্বপ্ন পূরনে হেলিকপ্টার করে দেশের বাড়িতে এসেছে।
গ্রামের মানুষের মুখে হাসি আনন্দ, সব মিলিয়ে রামবল্লভ গ্রাম যেন পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত