প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
ভোলাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান (৮) নামে এক স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। গত০৯/১২/০২৫ইং অনুমানিক দুপুর নাগাদ ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন এবং প্রতিবেশীরা আহাজারিতে ভেঙে পড়েছেন।
নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্থানীয়রা বলেন, “এভাবে একটি ফুটফুটে শিশুকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—আমিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত