প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
নুরুল্ল্যাবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে। সভাপতিত্ব করেন নুরুল্ল্যাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান টুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জাতীয়তাবাদী সমবায়দলের সভাপতি এম এ মতিন মুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালেক, নুরুল্ল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী সাফি, কৃষকদলের সভাপতি কাজেম কবিরাজ, সমবায়দলের সভাপতি শাহিন আলম, শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলের আয়োজনে ছিলেন যুবনেতা মমিন ও বিএনপি নেতা খোরশেদ আলম শিলাল।
আয়োজক ও অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত