প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
আগামী নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এ নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে।”
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসস্থ ডিএসসিএসসি কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা সর্বোচ্চভাবে প্রয়োগ করার আহ্বান জানান। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের দক্ষতা ভবিষ্যতে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুপ্রতিম দেশের অফিসারদেরও ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ ধারাবাহিক অংশগ্রহণ বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত