প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুলিয়ারচরে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।
তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ মাহফিলের মূল উদ্যোগে ছিলেন কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদ এবং বাস্তবায়নে ছিল কুলিয়ারচর পৌরসভা প্রবাসী জিয়া পরিষদ।
কেন্দ্রীয় কোনো নেতার উপস্থিতি না থাকলেও তৃণমূলের আবেগ ও ভালোবাসায় অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমী।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ অংশ নেন। সবাই বিনয় ও একাগ্রতার সঙ্গে দেশনেত্রীর দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
আয়োজকদের মতে, বর্তমান কঠিন সময়ে আপসহীন নেত্রী বেগম জিয়ার সুস্বাস্থ্যই তাদের সর্বোচ্চ কামনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত