প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
স্টেশন রোডের বেহাল দশায় ভৈরবে চলন্ত অটোরিকশা ভেঙে পড়ল, দুর্ঘটনা এড়াতে পুলিশের সহায়তা

আজ রাত ২টার দিকে ভৈরব স্টেশন রোড দিয়ে আসার সময় রাস্তার বেহাল অবস্থার কারণে একটি চলন্ত অটোরিকশা হঠাৎ ভেঙে পড়ে। রাস্তার গর্ত ও ভাঙা অংশের কারণে প্রতিনিয়ত ঝুঁকিতে চলাচল করছে যাত্রী ও যানবাহন।
ঘটনার পর মাঝরাস্তায় যাত্রীদের কোনো দুর্ঘটনা কিংবা ছিনতাইয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত এগিয়ে আসেন রাস্তা টহলরত পুলিশের গাড়িতে দায়িত্বে থাকা এসআই নজরুল ইসলাম। তিনি যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন এবং যানটি রাস্তার পাশের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করেন।
ভৈরবের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর দাবি—স্টেশন রোডের ভাঙা জায়গাগুলো জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কার করা হোক। প্রতিদিন ভৈরবসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। ফলে জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করা অত্যন্ত প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত