প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
নওগাঁর মান্দায় প্রেমিক যুগলের একসঙ্গে বিষপান, দু’জনই হাসপাতালে

নওগাঁর মান্দায় প্রেমিক যুগলের একসঙ্গে বিষপানের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার তাদের ঢাকা থেকে আনার পথে বগুড়ায় পৌঁছালে তারা গাড়ির ভেতরই বিষপান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিক যুগল কয়েক দিন আগে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ঢাকায় তাদের অবস্থান শনাক্ত করেন। পরে পরিবারের লোকজন সরাসরি সেখানে গিয়ে দু’জনকে গাড়িতে করে মান্দায় নিয়ে আসছিলেন।
ফেরার পথেই, বগুড়ার কাছাকাছি পৌঁছালে তারা জুস খাওয়ার কথা বলে আগে থেকেই ব্যাগে রাখা বিষ পান করে ফেলে। গাড়িতে থাকা স্বজনরা বিষয়টি টের পেয়ে দ্রুত দু’জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাদের পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হয়।
প্রেমিক যুগলের স্বজনরা জানান, ঘটনার আগে তাদের আচরণে বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিল তা এখনো জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত