প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
ভোলাহাটে মানব সেবা সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

ভোলাহাট মানব সেবা সংগঠনের উদ্যোগে এবং বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবসেবাকে কেন্দ্র করে নেওয়া এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সোমবার সকাল থেকে জামবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর হাফিজিয়া মাদ্রাসার মাঠে কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
আয়োজকরা জানান, “বাঁচবো আর কতদিন—মানবসেবায় যোগ দিন” এই নীতি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই সামাজিক সেবা কার্যক্রম চালিয়ে আসছেন।
দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা নমুনা সংগ্রহ, রিপোর্ট প্রদান এবং রক্তদাতাদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করেন। মানব সেবা সংগঠন এবং সংশ্লিষ্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও রক্তদান, স্বাস্থ্যসেবা, অসহায়দের সহায়তা ও সমাজ উন্নয়নমূলক আরও কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ এমন মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত