প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
চাটমোহর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

পাবনার চাটমোহর ট্রাকের ধাক্কায় রাব্বি হোসেন( ৮) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম সরদারের ছেলে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে একটি ট্রাক উপজেলার ফৈলজানা ইউনিয়ন শরৎগঞ্জ থেকে ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা যাচ্ছিলেন।পথিমধ্যে
জগন্নাথপুর উওরপাড়া বিশ্ব রোড এলাকায় পৌছালে শিশু রাব্বি ট্রাকের সামনে দিয়ে দৌর দিলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, ট্রাকের ধাক্কায় শিশু রাব্বির মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত