প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাবেক এমপি আমিনুল ইসলামের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর তিলোকি গ্রামে কয়েকদিন আগে দিদার আলীর বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গরু ও ছাগল পুড়ে মারা যায়। এতে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ২৯/১১/০২৫ইং শনিবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যান নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের ধানের শীষ প্রতীকের কান্ডারী এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। তিনি দিদার আলীর পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ক্ষতিপূরণ হিসেবে একটি গরু উপহার প্রদান করেন।
সাবেক এমপি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি মানুষের কষ্টে তাদের পাশে থাকার।”
সুরানপুর এলাকাবাসী তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত