
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভাতহন্ডা মডার্ন ক্লাব মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আখেরুজ্জামান সেলিম, মোজাম্মেল হক মুকুল, মজিবর রহমান, এরফান আলী মিঞা, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন, দলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, শামীম হোসাইন, আইনুর ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সামসুল হক, রেনুকা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভা প্রাঙ্গণ উৎসবে পরিণত হয়।