প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
কুলিয়ারচরের প্রখ্যাত আলেমে দ্বীন ও ‘ফার্সি কবি’ মাওলানা শাফিউদ্দিনের ইন্তেকাল

কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ভিটিগাঁও গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন এবং এলাকায় ‘ফার্সি কবি’ হিসেবে সুপরিচিত মাওলানা শাফিউদ্দিন সাহেব আজ ভোর আনুমানিক ৪টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
তাঁর মৃত্যুতে কুলিয়ারচরসহ বৃহত্তর কিশোরগঞ্জ অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন প্রবীণ আলেমই ছিলেন না; ফার্সি ভাষায় তাঁর গভীর জ্ঞান এবং কাব্যচর্চার কারণে এলাকাবাসীর কাছে তিনি ‘ফার্সি কবি’ উপাধিতে সুপরিচিত ছিলেন।
ধর্মীয় শিক্ষা প্রচার, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক দিকনির্দেশনায় তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এলাকাবাসী তাঁকে শিক্ষক, মুরব্বি এবং আধ্যাত্মিক পথের দিশারী হিসেবে শ্রদ্ধা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজ আজ বিকাল ৪টায় সালুয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত