প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
নবাবগঞ্জে নতুন মাদ্রাসা শিক্ষক সমিতি গঠন জমায়েতুল মোদারেসিনকে বয়কট করলেন এমপিওভুক্ত প্রধানগণ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সকল এমপিওভুক্ত মাদ্রাসা প্রধানগণ আলোচনা-পরামর্শ শেষে নতুনভাবে “নবাবগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতি” গঠন করেছেন। দীর্ঘদিন ধরে তারা জমায়েতুল মোদারেসিন সংগঠনের আওতায় থাকলেও সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ২০% বাড়ি ভাতা বৃদ্ধি এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা চালুসহ ন্যায্য দাবির আন্দোলনে মাঠে নেমেছিলেন শিক্ষকরা। তবে এ আন্দোলনে জমায়েতুল মোদারেসিন পক্ষ থেকে সুস্পষ্ট বিরোধিতা দেখা দিলে নবাবগঞ্জ উপজেলার প্রধান শিক্ষকরা যৌথভাবে সিদ্ধান্ত নেন সংগঠনটি বয়কট করার।
পরবর্তীতে উপজেলার সকল এমপিওভুক্ত মাদ্রাসা প্রধানগণ সম্মিলিতভাবে নতুন সংগঠন “নবাবগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতি” গঠন করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, “শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে এ সংগঠন গঠন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন এই সমিতি গঠনকে শিক্ষকদের অধিকারের লড়াইয়ে নতুন মোড় বলে মনে করছেন সবাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত